ভূগোল থেকে আরো প্রশ্ন

Show Important Question


141) বদ্বীপ নদীর যে গতিতে দেখা যায় তা হল –
A) উচ্চ
B) মধ্য
C) নিম্ন
D) মাঝারি

142) দুটি নদীগোষ্ঠী পৃথক হয় যে উচ্চভূমি দ্বারা তা হল –
A) জলবিভাজিকা
B) নদী উপত্যকা
C) মোহনা
D) ধারণ অববাহিকা

143) সিফ বালিয়াড়ির অপর নাম হল –
A) বার্খান
B) অনুপ্রস্থ বালিয়াড়ি
C) অনুদৈর্ঘ্য বালিয়াড়ি
D) চলন্ত বালিয়াড়ি

144) নদীমুখ চওড়া হলে তাকে বলে –
A) খাঁড়ি
B) দোয়াব
C) মোহনা
D) বদ্বীপ

145) রাজস্থানে প্লায়া হ্রদগুলিকে বলা হয় –
A) ওয়াদি
B) রান
C) বাজাদা
D) ধান্দ

146) যে প্রক্রিয়ায় ভূমিভাগের উচ্চতার বৃদ্ধি ঘটে তা হল –
A) আবহবিকার
B) পর্যায়ন
C) আরোহণ
D) অবরোহণ

147) ক্ষয়ীভবন হল একটি –
A) গতিশীল
B) ধীর
C) মহাজাগতিক
D) স্থিতিশীল প্রক্রিয়া

148) নদীর ক্ষয় ও বহন উভয় কার্যে কোন প্রক্রিয়াটি লক্ষ করা যায় –
A) অবঘর্ষ ও ঘর্ষণ
B) আকর্ষণ ও লম্ফদান
C) জলপ্রবাহ ও ভাসমান
D) দ্রবণ

149) পৃথিবীর দীর্ঘতম খাঁড়িটি অবস্থিত –
A) আমাজন নদীর মোহনায়
B) পদ্মা নদীর মোহনায়
C) গঙ্গা নদীর মোহনায়
D) ওব নদীর মোহনায়

150) যে নদী প্রধান নদী থেকে বেরিয়ে অন্য কোনো জলাশয়ে পড়ে তাকে বলা হয় –
A) উপনদী
B) শাখানদী
C) খাঁড়ি
D) কোনোটিই নয়

151) একটি তির্যক বা অনুপ্রস্থ বা আড়াআড়ি বালিয়াড়ি হল –
A) বারখান
B) সিফ
C) দ্রাস
D) লোয়েস

152) Todas are tribals of / টোডা উপজাতি দেখতে পাওয়া যায়
A) Jharkhand/ ঝাড়খন্ডে
B) Chhattisgarh/ ছত্তিশগড়ে
C) Uttarakhand/ উত্তরাখন্ডে
D) Nilgiri Hills/ নীলগিরি পর্বতে

153) Bailadila range in India is noted for the production of / ভারতের বায়লদিলা পর্বত বিখ্যাত উৎপাদনের জন্য :
A) Aluminium/ অ্যালুমিনিয়াম
B) Iron Ore/ লৌহ আকরিক
C) Bauxite/ বক্সাইট
D) Mica/ মাইকা

154) ভারতের মোট অন্তর্দেশীয় উৎপাদনের সর্ববৃহৎ সুত্র হল
A) কৃষি ও কৃষি সম্পর্কিত কাজকর্ম
B) বহির্বাণিজ্য
C) যন্ত্র ও নির্মাণ শিল্প, বিদ্যুত এবং গ্যাস
D) পরিষেবা ক্ষেত্র

155) ভারতের বিশাল সমভূমি অঞ্চলে কোন মৃত্তিকা দেখা যায় ?
A) কৃষ্ণ মৃত্তিকা
B) লোহিত মৃত্তিকা
C) পাললিক মৃত্তিকা
D) ল্যাটেরাইট মৃত্তিকা

156) ভুটানের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ কোনটি ?
A) মাসাং-কিংডু
B) চোমো লহরি
C) লিংসিলা
D) কুলাকাংড়ি

157) ভারতের মূলধনের রাজধানী বলা হয় কোন শহরকে ?
A) কলকাতাকে
B) দিল্লীকে
C) ব্যাঙ্গালোরকে
D) মুম্বাইকে

158) কেন্দ্রীয় মৎস্য শিকার কেন্দ্র ও মৎস্য গবেষণাগারটি ভারতের কোন শহরে অবস্থিত ?
A) এলাহাবাদ
B) কলকাতায়
C) কোচিনে
D) পুণেতে

159) সিন্ধুনদের সিয়োক উপনদীটি কোন হিমবাহ থেকে উৎপত্তি হয়েছে ?
A) বালটোরা
B) রিমো
C) জেমু
D) মিলাম

160) অরুনাচল প্রদেশে __ নামে শিবালিক পরিচিত
A) ধুন্দয়া
B) ঢ্যাং
C) মিরি
D) জাস্কর